করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর। তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজেটিভ এসেছে বলে টুইট করে কণিকা নিজেই জানিয়েছেন। দিন দশেক আগে যুক্তরাজ্য থেকে ভারতে ফিরেছিলেন তিনি।
Advertisement
কণিকা জানান, ১০ দিন আগে দেশে এলেও মাত্র দিন চারেক আগে থেকে তার সর্দি-কাশি-জ্বর দেখা দেয়। চিকিৎসকের পরামর্শ অনুসারে করোনাভাইরাস পরীক্ষা করালে তার ফল পজিটিভ আসে। তাই তিনি আইসোলেশনে গেছেন এবং তার গোটা পরিবার পুরোপুরিভাবে কোয়ারেন্টাইনে আছেন।
চিকিৎসকের পরামর্শ ও প্রশাসনের নির্দেশ পুরোপুরি মেনে চললে করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলেও জানান ৪১ বছর বয়সী এ গায়িকা।
কণিকা তার জন্মস্থল লক্ষ্ণৌতেই আছেন এখন। তবে তিনি যুক্তরাজ্য থেকে ফিরে তার বিদেশ ভ্রমণের কথা গোপন রাখেন, এমনকি এই অবস্থায় একটি পার্টিতেও অংশ নেন।
Advertisement
ওই পার্টিতে অংশ নেয়া রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইট বার্তায় জানিয়েছেন, কণিকার সঙ্গে পার্টিতে ছিলেন বিধায় তিনি, তার পুত্র দুশ্যন্ত ও পুত্রবধূ নীহারিকা সেল্ফ-কোয়ারেন্টাইন অবলম্বন করছেন।
২০১২ সাল থেকে সংগীতাঙ্গনে সক্রিয় কণিকার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে আছে ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’, ‘সুপার গার্ল ফ্রম চায়না’, ‘ডানা কাটা পরী’র মতো গান।
View this post on InstagramA post shared by Kanika Kapoor (@kanik4kapoor) on Mar 20, 2020 at 1:22am PDT
Advertisement
এইচএ/পিআর