জাতীয়

করোনা : বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বৈঠকে বসছেন ডিএসসিসি মেয়র

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিষয়ে সার্বিক পর্যালোচনা ও করণীয় ঠিক করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এছাড়া যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্রের (সিডিসিপি) সঙ্গেও বৈঠক করবেন তিনি।

Advertisement

শনিবার (২১ মার্চ) দুপুরে মেয়রের বনানীর নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ঢাকায় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্রের (সিডিসিপি) প্রতিনিধি, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহসহ বিশেষজ্ঞরা বৈঠকে অংশগ্রহণ করবেন। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন করণীয় ঠিক করতে উল্লেখিত বিশেষজ্ঞদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও মতবিনিময় করবেন।

এ আগে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বৈঠক করেন ডিএসসিসি মেয়র।

Advertisement

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস ১৬০টিরও বেশি দেশে সংক্রমণ করেছে। এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৪৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। আর প্রাণহানি হয়েছে ১০ হাজার ৬৪ জনের।

বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণহানি হয়েছে ১ জনের। আর করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে বিশ্বের খ্যাতিমান ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকদূর এগিয়েছেন চীন, জাপান ও আমেরিকার ডাক্তাররা।

এফআর/পিআর

Advertisement