রেলমন্ত্রী মুজিবুল হকের (৬৭) বিয়ে শুক্রবার। মন্ত্রীর বিয়ে নিয়ে নিজ জেলা কুমিল্লার পাশপাশি দেশজুড়ে কৌতূহল দেখা দিয়েছে। এরই মধ্যে সব কিছু ঠিকঠাক। বাকি শুধু বিয়ে পড়ানো। সেই আনুষ্ঠানিকতাটুকু শেষ হবে শুক্রবার দুপুর ২টায়। এ উপলক্ষে কনে হনুফা আক্তার রিক্তার (২৯) বাবার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মিরাখলা গ্রামে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।বর সাজে রেলমন্ত্রী ঢাকার বেইলী রোডের সরকারি বাসভবন থেকে চান্দিনায় কনের বাড়িতে যাবেন। ইতোমধ্যে নান্দনিকভাবে তৈরি করা হয়েছে দুটি বিয়ের গেট। পুরো বাড়ি সাজানো হয়েছে আলোক সজ্জার লাল-নীল বাতি দিয়ে। বর যাত্রীদের আপ্যায়নের জন্য তৈরি করা হয়েছে তিনটি প্যান্ডেল। নিরাপত্তা ব্যবস্থা ও সেবার জন্য কনের পরিবারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে একশ’ স্বেচ্ছাসেবক।প্রশাসনের পক্ষ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার কুটুম্বপুর বাস স্টেশন থেকে কনের বাড়ি পর্যন্ত বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তারা ভিআইপিসহ অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করবেন।
Advertisement