দেশজুড়ে

খাগড়াছড়িতে বিদেশফেরতদের খুঁজতে মাঠে পুলিশ

খাগড়াছড়িতে গত কয়েকদিনে ২৬৪ জন বিদেশ থেকে ফিরেছেন। তাদের মধ্যে ১৪ জন হোম কোয়ারেন্টাইনে থাকলেও বাকিদের এখনও কোনো খোঁজ মিলছে না। এ অবস্থায় বিদেশফেরত বাকিদের খুঁজতে মাঠে নেমেছে পুলিশ।

Advertisement

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরব, ওমান ও বাহরাইনসহ বেশ কয়েকটি দেশ থেকে ২৬৪ জন খাগড়াছড়িতে ফিরেছেন। ইতোমধ্যে ইমিগ্রেশন থেকে আমরা বিদেশফেরতদের তালিকা হাতে পেয়েছি।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, করোনা আক্রান্ত সন্দেহে খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ভারতফেরত এক নারীকে শুক্রবার (২০ মার্চ) দুপুরের দিকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া খাগড়াছড়ি জেলা সদরে ১১ জন ও লক্ষ্মীছড়িতে ৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাস উদ্বেগের বিষয়। সচেতনতা ছাড়া এ ভাইরাস থেকে নিরাপদ থাকার সুযোগ নেই। তাই যারা বিদেশ থেকে ফিরছেন অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোনো উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করারও অনুরোধ করেন তিনি।

Advertisement

এদিকে শুক্রবার (২০ মার্চ) খাগড়াছড়ির জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে করোনাভাইরাসের সংক্রমণের কথা বিবেচনায় এনে জেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের জমায়েত থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এছাড়া অপর এক বার্তায় জ্বর, হাঁচি-কাশি আছে এমন কাউকে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় না যাওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/এমএসএইচ/জেএইচ/পিআর