দেশজুড়ে

রংপুরের ৮ জেলায় কোয়ারেন্টাইনে ৬২৭ জন

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৭ জনে।

Advertisement

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত) হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রংপুরে ১৫৭, পঞ্চগড়ে ৮, নীলফামারীতে ৪০, লালমনিরহাটে ৩৫, কুড়িগ্রামে ৬৭, ঠাকুরগাঁওয়ে ১০, দিনাজপুরে ৩৬ ও গাইবান্ধায় ২০ জন। রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশার জাকির হোসেন জানিয়েছেন, সরকারের নীতিমালা অনুযায়ী বিদেশফেরত কিংবা দেশের অন্য এলাকা থেকে আসা কোনো অসুস্থ ব্যক্তিকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে প্রশাসন।

জিতু কবীর/এমএএস/এমএস

Advertisement