উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জনসমাগম এড়াতে চায়ের দোকান বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
Advertisement
শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে উপজেলার সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়। এর মধ্যেও উপজেলা পরিষদ চত্বরে চায়ের দোকান খুলে কেনাবেচা করছেন এক দোকানি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার গিফারী বলেন, সকাল থেকে উপজেলার সব চায়ের দোকান বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জনসমাগম হয়- এমন সব স্থান বন্ধ করতে বলা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে চায়ের দোকান খোলা রয়েছে বিষয়টি জানালে তিনি বলেন, এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। হয়তো নির্দেশনা এখনও জানতে পারেননি ওই দোকানি। আজ অনুরোধ করেছি চায়ের দোকান বন্ধ রাখার জন্য। আগামীকাল শনিবার (২১ মার্চ) থেকে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
আকরামুল ইসলাম/এএম/এমএস