সম্প্রতি করোনা ঝুঁকিতে ফরিদপুর, মাদারীপুরসহ শিবচরকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ এলাকা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পর কঠোর অবস্থান নিয়েছে শিবচর উপজেলা প্রশাসন। জনসমাগম এড়াতে অবাধ বিচরণ ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
Advertisement
এমন অবস্থায় জনসমাগম এড়াতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না জনসাধারণ। উপজেলার প্রায় বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চারদিকে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তবে করোনা প্রতিরোধে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার কঠোর নির্দেশনা দিয়েছে মাদারীপুরের শিবচরের স্থানীয় প্রশাসন। না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনসমাগম এড়াতে যেখানে সেখানে অবাধ বিচরণ ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলাটিতে প্রবাসী রয়েছে প্রায় পাঁচ হাজার, আর সম্প্রতি ইতালিসহ বিভিন্ন দেশ থেকে শিবচরে ফেরত এসেছেন ৬০০ প্রবাসী।
Advertisement
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টিতে যেহেতু শিবচর করোনা ঝুঁকিতে রয়েছে তাই প্রবাসীদের নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানে তাহলে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। তাকে সেখানে রাখা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে করোনা প্রতিরোধে জরুরি সভার আয়োজন করে শিবচর উপজেলা প্রশাসন। সেখানেই করোনা ভাইরাসের কারণে উপজেলার ২টি ইউনিয়ন ও পৌরসভার ১টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানানো হয়।
নাসিরুল হক/এফএ/এমএস
Advertisement