করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। সংগঠনটি চিকিৎসকদের পৌঁছে দিচ্ছে অ্যাপ্রোন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। এছাড়াও প্রয়োজন হলে তাদের খাবারের ব্যবস্থাও করবে সংগঠনটি।
Advertisement
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকার আহার’ পেজে একটি পোস্ট দেয়া হয়।
সেখানে বলা হয়, ‘দেশে ইতিমধ্যে চার চিকিৎসককে কোয়ারেন্টাইনে যেতে হয়েছে। মানবসেবার এই দৃষ্টান্ত আমাদের অনুপ্রাণিত করে। আমরা চাইলেও তো আর রোগীর সেবা করতে পারবো না। তাই যারা এ যুদ্ধে জীবন বাজি রেখে লড়তে যাচ্ছে, তাদেরকে যদি কোনোভাবে সাহায্য করতে পারি তবে আমাদের জন্ম সার্থক।
আবেদনের ভিত্তিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ডাক্তারদের মাঝে প্রয়োজনীয় মাস্ক, অ্যাপ্রোন, হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিতে যাচ্ছি। এছাড়া দরকার হলে ঢাকায় কর্মরত মহিলা ডাক্তার এবং নার্সরা চাইলে আমাদের ‘বাসন্তী নিবাস’ ক্যাপস্যুল হোটেলে রাত কাটাতে পারবেন। যেসব জায়গায় খাবারের সমস্যা হবে সেখানে আমরা চেষ্টা করবো দুপুর কিংবা রাতের খাবার পৌঁছে দিতে।
Advertisement
আপনাদের ত্যাগের তুলনায় আমাদের এ চেষ্টা খুবই নগণ্য, হয়তো অমূলক, তবুও আপনাদের পাশে রাখলে কৃতজ্ঞ থাকবো।’
এএইচ/এমএস