কিশোরগঞ্জের ভৈরব বাজারে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এ অভিযান পরিচালনা করেন।
যাদের জরিমানা করা হয় তারা হলেন- চাল ব্যবসায়ী আতিকুল ইসলাম, পেঁয়াজ ব্যবসায়ী ফরহাদ আহমেদ ও সুমন মিয়া। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে ভৈরব বাজারের কিছু ব্যবসায়ী বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে- এমন অভিযোগ পেয়ে তাদের জরিমানা করা হয়।
Advertisement
যারা অযথা পণ্যের দাম বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
আসাদুজ্জমান ফারুক/বিএ