চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস এবার ইতালির পাঁচ চিকিৎসকের প্রাণ কেড়ে নিল। ন্যাশনাল ফেডারেশন অব মেডিকেল অর্ডারের (ফোনমসিও) মতে, তারা করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা যান।
Advertisement
স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে তারা না ফেরার দেশে। এ মৃত্যুকে তাদের আত্মীয়-স্বজন ও পরিবার কোনোভাবে মেনে নিতে পারছেন না।
যে পাঁচজন চিকিৎসক মারা গেছেন তারা হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি এবং বার্গামোর সাধারণ অনুশীলনকারী আন্তোনিও বাট্টাফুওকো।
এছাড়া জিউসেপ্প লানাটি পালমোনোলজিস্ট ও লুইজি ফ্রুসিয়ান্তে পারিবারিক চিকিৎসক ছিলেন। তারা অবসরপ্রাপ্ত হলেও কার্যকর ছিলেন।
Advertisement
এদিকে করোনাভাইরাসে মৃত্যুর ঘটনায় এখন সবার ওপরে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪২৭ জনের প্রাণহানির সঙ্গে সঙ্গে তারা ছাড়িয়ে গেছে করোনার উৎস চীনকেও। এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জন।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।
গত বুধবারই ইতালিতে একদিনে প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন কোভিড-১৯ রোগী। এখন পর্যন্ত এটাই যেকোনো দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বিএ
Advertisement