আন্তর্জাতিক

করোনায় কেমন আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া?

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীন, যুক্তরাষ্ট্র, ইতালির মতো উন্নত দেশগুলোই হিমশিম খাচ্ছে এই মহামারি ঠেকাতে, সেখানে কেমন আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানুষজন?

Advertisement

সিরিয়ায় এখন পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হওয়ার খবর জানায়নি দেশটির সরকার। তবে স্থানীয় অনেক চিকিৎসক ও বিরোধীদের দাবি, ইতোমধ্যেই দেশটিতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আর এতে আক্রান্তও হয়েছেন বহু মানুষ।

করোনা সংক্রমণের কথা স্বীকার না করলেও এটি প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সিরীয় সরকার। ইতোমধ্যেই দেশটির বেশ কিছু অঞ্চলে গণপরিবহন বন্ধ, কর্মীদের বাসায় থেকে কাজ করার সুবিধা, হাত ধুতে উৎসাহিত করার মতো ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে করোনা সংক্রমণ শুরু হলেই বড় ধরনের বিপদে পড়বে তারা।

সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটিতে কর্মরত ডা. মোহাম্মদ আলসা জানান, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা হামলায় অসংখ্য হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় সেখানে করোনাভাইরাস পরীক্ষার মতো একটাও কিট নেই, নেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রও (আইসিইউ)।

Advertisement

তিনি বলেন, এখানে সংক্রমণের ঝুঁকি খুবই বেশি। ছোট্ট একটা এলাকায় ৪০ লাখ মানুষ বসবাস করছে, তাদের অর্ধেকই থাকেন আশ্রয়শিবিরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা প্রতিরোধে দূরত্ব বজায় রাখা দরকার। কিন্তু এ ধরনের এলাকায় সেটা একপ্রকার অসম্ভব।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। তিন মাসের মধ্যেই বিশ্বের অন্তত ১৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন অন্তত ২ লাখ ৪১ হাজার ৫৬৩ জন। প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮২ জন। প্রায় ৮৬ হাজার ৬৮৯ জন কোভিড-১৯ রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

সূত্র: বিবিসিকেএএ/

Advertisement