বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি থেকে আসা ৪০৬ জন যাত্রীর মধ্যে দুজনকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে কর্তৃপক্ষ। শরীরে উচ্চ তাপমাত্রা থাকায় বিমানবন্দরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের হাসপাতালে পাঠানো হয়।
Advertisement
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বলেন, শরীরে উচ্চ তাপমাত্রা থাকায় সৌদি আরব থেকে ফেরা দুই যাত্রীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৫ নম্বর ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন। ফ্লাইটের অধিকাংশ যাত্রীই ওমরাহ করতে গিয়ে সৌদিতে আটকা পড়েছিলেন।
Advertisement
সৌদি সরকারের বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে এবং ওমরাহ যাত্রীদের মানবিক বিবেচনায় তারা ফ্লাইটের অনুমতি দেয়।
উল্লেখ্য, গতকাল শরীরের তাপমাত্রা বৃদ্ধির কারণে কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ফেরত সাতজন প্রবাসী বাংলাদেশিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
এআর/এসএইচএস/পিআর
Advertisement