মানিকগঞ্জের সাটুরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে সাটুরিয়া ইউনিয়নের গওলা গ্রামে এবং ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
Advertisement
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছে। ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে অভিযান চালিয়ে বিয়ের প্রীতিভোজের আয়োজন বন্ধ করে দেয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠান সীমিত করার নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে সাটুরিয়া ইউনিয়নের গওলা গ্রামের এক ছেলে ধামরাইয়ে বিয়ে করতে যাচ্ছিল। কোনো লোকসমাগম করা যাবে না বলা হলে বিয়েই সাময়িক বন্ধ করে দেয়া হয়। অভিযান পরিচালানা করেন সাটুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ।
ইউএনও মো. আশরাফুল আলম বলেন, করোনা প্রতিরোধে আমরা বিভিন্ন অফিসারের মাধ্যমে ৯টি ইউনিয়নের জন্য ৯টি কমিটি গঠন করেছি। তারা সারাদিন মাঠে কাজ করছেন। আগামীকাল উপজেলার ৭০টি মসজিদে জুমার খুতবার সময় সচেতনতামূলক বয়ান রাখবেন ইমাম সাহেবরা।
Advertisement
বি এম খোরশেদ/আরএআর/পিআর