সাভারে হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গেছেন বিদেশফেরত মা-ছেলে। তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।
Advertisement
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, গত ১৫ মার্চ ভারত থেকে মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়িতে আসেন ওই মা-ছেলে। সিংগাইর উপজেলা প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে। কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় অবস্থান নেন ওই মা-ছেলে। বৃহস্পতিবার বিকেলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই ভাড়া বাড়িতে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। তবে আমরা সতর্ক রয়েছি। মা ও ছেলে ভাড়া বাসায় এলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, করোনাভাইরাসের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। এজন্য বিদেশফেরত ব্যক্তিদের নিয়ে তৎপর সাভার উপজেলা প্রশাসন। সব মিলিয়ে সাভারে গত কয়েক দিনে বিদেশফেরতসহ মোট ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আল-মামুন/এএম/জেআইএম
Advertisement