করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জনসমাগম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
Advertisement
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল থেকে উপজেলার সব হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগম বন্ধ থাকবে বলে জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিএমএ মমিন।
তিনি বলেন, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে পীরগঞ্জ উপজেলার সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জনসমাগম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অনুষ্ঠান, গণজমায়েত ও লোকসমাগম নিষিদ্ধ থাকবে।
এর আগে করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান লকডাউনের আওতামুক্ত থাকবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে শিবচর লকডাউনের ঘোষণা দেয় উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
Advertisement
জিতু কবীর/এএম/জেআইএম