আন্তর্জাতিক

করোনায় স্পেনে ২৪ ঘণ্টায় ২০৯ মৃত্যু

করোনা মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৯ জন মানুষ করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭৬৭। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

Advertisement

বিবিসির প্রতিবেদনে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, গত ২৪ শুধু দুই শতাধিক মানুষের মৃত্যু নয় নতুন করে আরও প্রায় চার হাজার মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭১৬ থাকলেও তা এখন ১৭ হাজার ১৪৭ জন।

চীনের পর করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। ২ হাজার ৯৭৮ জন। এরপর যথাক্রমে ইরানে ১ হাজার ২৮৪ এবং স্পেনে ৭৬৭ জন। স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আক্রান্তদের মধ্যে ৯৩৯ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আশঙ্কাজনক অবস্থায়) রয়েছেন। এছাড়া চিকিৎসায় সুস্থ হয়েছেন ১ হাজার ১০৭ জন।

এসএ/পিআর

Advertisement