দেশজুড়ে

ভাঙন ঠেকানোর দাবিতে গাইবান্ধায় পাউবো ঘেরাও

গাইবান্ধায় ভাঙন কবলিত বাঁধ মেরামত, নদী ভাঙন প্রতিরোধ ও গত বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ও পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছে ওয়ার্কাস পার্টি।  রোববার দুপুরে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি বিরাট মিছিল নিয়ে বিক্ষুব্ধ মানুষ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের দিকে যাত্রা শুরু করে। এতে দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত নারী পুরুষরা অংশ নেন। মিছিলটি পানি উন্নয়ন বোর্ডের সামনে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের বাঁধা দেয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রেবতী বর্মন, মোসাদ্দেক আহমদ বুলবুল, জাহাঙ্গীর আলম, বীরেন সরকার, এম এ মতিন মোল্লা, দেলোয়ার হোসেন, গোদারহাটের কৃষক শাহ্ আলম, সাংবাদিক শাজাহান সিরাজ, আব্দুল আজিজ, রবিজল হক, তোজাম্মেল হক প্রমুখ।বক্তারা বলেন, গাইবান্ধা সদর উপজেলার গোদারহাট এলাকায় ইদুরের গর্ত দিয়ে পানি চুইয়ে বের হতে দেখে গাইবান্ধা পাউবোকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। খরা মৌসুমে বালু ব্যবসায়ীরা বাঁধ কেটে বালু উত্তোলন করেন। কিন্তু সেই কাটা বাঁধটি মেরামত করা হয়নি। যার ফলে গোদারহাট এলাকায় সোনাইল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গাইবান্ধা ও ফুলছড়ি উপজেলার খোলাহাটী, গিদারি, বোয়ালী, কঞ্চিপাড়া, উদাখালি, উড়িয়া, গজাড়িয়া সাতহটি ইউনিয়নের শতশত একর জমির রোপা আমন আবাদ ও মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েন। কৃষক বোরো মৌসুমে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন দিশেহারা।তারা নদী খনন ও ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে তারা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন। অমিত দাশ/এমজেড/পিআর

Advertisement