করোনায় ভারতের পাঞ্জাব প্রদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা ৪। আমাদের প্রতিবেশী দেশটিতে এখন বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৭ জন। দেশটির টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
Advertisement
দেশটির সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, জার্মানি থেকে ইতালি হয়ে দুই সপ্তাহ আগে ভারতে আসা ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মৃত্যুবরণ করেন। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল।
পাঞ্জাবের হরিশপুরের বাঙ্গা সিভিল হাসপাতালে গতকাল বুধবার তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তারা। তার বাড়ি এবং আশপাশের তিন কিলোমিটার এলাকা সিল করে দেয়া হয়েছে। তার চিকিৎসা যে সরকারি ডাক্তার করেছিলেন তিনি এখন কোয়ারেন্টাইনে রয়েছেন।
ভারতে গত মঙ্গলবার করোনায় দেশটির সবচেয়ে আক্রান্ত রাজ্য মহারাষ্ট্রে এক বৃদ্ধের মৃত্যু হয়। তার বয়স ছিল ৬৪ বছর। ওই মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছিল ৩ জন। ওই বৃদ্ধ সংযুক্ত আরাব আমিরাতের দুবাই শহর থেকে গত ৮ মার্চ ভারতে ফিরেছিলেন।
Advertisement
এসএ/জেআইএম