রাজনীতি

টাঙ্গাইল-৪ উপনির্বাচনে কাদের সিদ্দিকীসহ ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন। দুুপুর ২টার দিকে কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীসহ সিনিয়র নেতৃবৃন্দ রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান এবং চার প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন। দুুপুর ২টার দিকে আব্দুল কাদের সিদ্দিকীর পক্ষে তার সহধর্মিণী নাসরিন সিদ্দিকী সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। একই সঙ্গে নাসরিন সিদ্দিকী তার নিজের মনোনয়নপত্রও দাখিল করেন। পরে দলের অপর দুই প্রার্থী ইকবাল হোসেন সিদ্দিকী ও হাসমত আলী মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় নাসরিন সিদ্দিকী সাংবাদিকদের বলেন, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মোট চারজনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আর আমাদের প্রতীক গামছা। একই দল থেকে চারজনের মনোনয়নের বিষয়ে তিনি বলেন, এটা দলীয় সিদ্ধান্ত। বিকেল ৩টার দিকে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সোহেল হাজারী সাংবাদিকদের বলেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, জনগণের রায় আমি মাথা পেতে নেব। আমি বিশ্বাস করি আগামী ১০ নভেম্বরের নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় কালিহাতীর অনেক উন্নয়ন হয়েছে। তখন কোথায় কি কাজ হয়েছে আমি তা জানি। তাই আমি নির্বাচিত হলে বাকি কাজগুলো বাস্তবায়ন করবো।এদিকে, রিটানিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পার্টি (জেপি) সাদেক সিদ্দিকী ও বিএনএফ এর প্রার্থী আতাউর রহমান খান, সৈয়দ মোস্তাক হোসেন রতন (জাতীয় পার্টি-এরশাদ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইমরুল কায়েস মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাজুল ইসলাম জানান, আমরা প্রার্থীদের আচরণ বিধামালা সম্পর্কে জানিয়ে দিয়েছি। আগামী ১৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২১ অক্টোবর প্রত্যাহারের শেষ দিন। এছাড়া আগামী ১০ নভেম্বর উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এএম/এসকেডি/পিআর

Advertisement