আন্তর্জাতিক

‘ভিজিট মালয়েশিয়া ২০২০’ ক্যাম্পেইন বাতিল

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা এবং প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার ঠেকাতে চলমান ‘ভিজিট মালয়েশিয়া-২০২০’ ক্যাম্পেইন বাতিল করেছে মালয়েশিয়ার পর্যটন ও শিল্প-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। দ্যা স্ট্রেইট টাইমসের অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

Advertisement

মালয়েশিয়ার পর্যটন ও শিল্প-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ন্যান্সি শুকরি বলেন, কোভিড-১৯ মহামারির প্রভাবে এটি বাতিল করা হলো। মহামারি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটন খাতে ব্যাপক প্রভাব ফেলেছে। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, খুব শিগগিরই এটি কার্যকর হবে।

তিনি মন্ত্রণালয়ের পর্যটন লাইসেন্স বিভাগের জন্য সমস্ত ওভার-দ্য কাউন্টার এবং অনলাইন পরিষেবাগুলো বন্ধ করে রাখার ঘোষণাও দিয়েছেন। দেশটির পর্যটন মন্ত্রী বলেন, সরকার দুই সপ্তাহের লকডাউন ঘোষণার কারণে সকল অতিথিকে এই সময় তাদের কক্ষে অবস্থান করতে হবে। তাদের খাবার পাবেন তারা।

তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে পর্যটন লাইসেন্স সম্পর্কিত ট্যুর গাইড, ট্যুর ড্রাইভার, পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং পর্যটন আবাসন কেন্দ্রের রেজিস্ট্রেশন, রেটযুক্ত স্পা সেন্টার এবং পায়ের ম্যাসাজ সেন্টারগুলো আগামী ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রণালয়ের প্রাদেশিক কার্যালয়গুলোও রয়েছে।

Advertisement

মালয়েশিয়ার হোটেল মালিকদের সংগঠন এমএএইচ বৃহস্পতিবার জানিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে দেশজুড়ে হোটেলগুলোতে অন্তত ১ লাখ ৭০ হাজার কক্ষের বুকিং বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত এই খাতে ক্ষতির পরিমাণ ২৩ মিলিয়ন মার্কিন ডলার।

এসএ/এমকেএইচ