যুক্তরাষ্ট্রের দুই আইনপ্রণেতা করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বুধবার তাদের দু'জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রায় সবগুলো অঙ্গরাজ্যেই করোভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত সেখানে ১৫৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ।
Advertisement
ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস সদস্য মারিও দিয়াজ বালার্টের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনিই কোনো মার্কিন আইনপ্রণেতা হিসেবে প্রথম এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন। তার স্বাস্থ্য পরীক্ষার পর করোনা পজেটিভ এসেছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশ এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই এই ভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে।
দিয়াজ বালার্টের কার্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, গত শনিবার তার জ্বর এবং মাথাব্যথাসহ বেশ কিছু লক্ষণ দেখা গেছে। বুধবার পরীক্ষা-নিরীক্ষার পর তার করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
Advertisement
ওয়াশিংটন ডিসিতে নিজের অ্যাপার্টমেন্টে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। অপরদিকে ডেমোক্রেট দলের কংগ্রেস সদস্য বেন ম্যাক অ্যাডামস বলেছেন, গত শনিবার তার ঠান্ডা এবং বেশ কিছু লক্ষণ দেখা দেয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, আমার শরীরে লক্ষণগুলো খারাপ দিকে যাচ্ছিল। জ্বর, শুষ্ক কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। আমি বর্তমানে সেলফ কোয়ারেন্টাইনে আছি। তিনি বলেন, গত মঙ্গলবার চিকিৎসক আমাকে কোভিড-১৯ টেস্ট করাতে বলেন। আমি স্থানীয় ক্লিনিকে গিয়ে টেস্ট করাই। এরপরেই করোনায় আক্রান্তের বিষয়টি ধরা পড়ে।
টিটিএন/এমকেএইচ
Advertisement