জাগো জবস

দেড় শতাধিক জনবল নেবে আইসিটি অধিদফতর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের ১১টি পদে ১৫৭ সংখ্যক জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরপদের নাম: কম্পিউটার অপারেটরপদ সংখ্যা: ৭০ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানঅভিজ্ঞতা: ২ বছরবেতন: ৫,৫০০-১২,০৯৫ টাকা।পদের নাম: ক্যাটালগারপদ সংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানবেতন: ৫,৫০০-১২,০৯৫ টাকা।পদের নাম: ব্যক্তিগত সহকারীপদ সংখ্যা: ০৩ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানবেতন: ৫,৫০০-১২,০৯৫ টাকা।পদের নাম: উচ্চমান সহকারীপদ সংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানবেতন: ৫,২০০-১১,২৩৫ টাকা।পদের নাম: হিসাবরক্ষকপদ সংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানবেতন: ৫,২০০-১১,২৩৫ টাকা।পদের নাম: ক্যাশিয়ারপদ সংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানবেতন: ৫,২০০-১১,২৩৫ টাকা।পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটরপদ সংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানবেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকা।পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদ সংখ্যা: ০৩ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানবেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকা।পদের নাম: স্টোর কিপারপদ সংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানবেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকা।পদের নাম: প্লাম্বারপদ সংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানঅভিজ্ঞতা: ২ বছরবেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকা।পদের নাম: গাড়ি চালকপদ সংখ্যা: ৭১ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমানবেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকা।আবেদনপত্র সংগ্রহ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের ওয়েবসাইট www.doict.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।পাঠাবেন যেভাবে: সংগৃহীত আবেদনপত্র পূরণ করে ডাকযোগে এবং সফটকপি adg@doict.gov.bd ঠিকানায় পাঠাতে হবে।আবেদনের ঠিকানা: মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর, ১৪/ই, ব্যান্সডক ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭।আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০১৫ বিকাল ৫টা পর্যন্ত।সূত্র: যুগান্তর, ১১ অক্টোবর ২০১৫এসইউ/পিআর

Advertisement