বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন ৮ হাজার ২৭২। বিশ্বে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এ ভাইরাস প্রতিরোধ করা।
Advertisement
সম্প্রতি নিজের ফেসবুক পেজে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক ফুয়াদ আল মুক্তাদির।
ওই ভিডিওতে ফুয়াদ বলেছেন, ‘করোনা ভাইরাসকে সিরিয়াসলি নেন। এই রোগের চিকিৎসা সম্পর্কে আমাদের জানা নেই। আপনারা যদি কেয়ারফুল থাকেন তাহলে এর ছড়ানোটা একটু কমাতে পারি। সুতরাং পাবলিকপ্লেস অ্যাভোয়েড করেন কিছু দিনের জন্য।
রাস্তায় বিশেষ প্রয়োজন ছাড়া বের হবেন না। আপনি যদি অসুস্থ হন তাহলে মাস্ক পরবেন। আশেপাশের মানুষকে রক্ষা করার জন্য মাস্কটা দরকার। কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। চোখে মুখে হাত দেওয়া থেকে বিরত থাকুন।
Advertisement
আমার মিউজিশিয়ান, অভিনেতা-অভিনেত্রী ও পাবলিক ফিগার বন্ধুদের অনুরোধ করবো আপনারা সবাই মানুষেকে সচেতন করুন, আপনাদের কথা মানুষ শুনবে।
করোনা ভাইরাস এত দ্রুত ছড়াচ্ছে কোনো দেশেই এতোমানুষকে একসঙ্গে রাখার মতো আইসিইউ ব্যাকাপ নেই। তাই নিজেদের সতর্ক হতে হবে। কীভাবে নিজেদের রক্ষা করতে হবে এই বিষয়ে ইন্টান্টেটে অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখতে পারেন।’
করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে। করোনা প্রতিরোধে নানা উদ্যোগ নেয়া হয়েছে এরই মধ্যে।
রাষ্ট্রীয় ঘোষণায় স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে। বন্ধ হয়েছে সিনেমা হল। বন্ধ হয়েছে সিনেমার শুটিংও। বন্ধ হয়েছে নাটকের শুটিং। করোনা থেকে মানুষকে বাঁচাতে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
Advertisement
এমএবি/এমকেএইচ