জাতীয়

চট্টগ্রামে আরও ১১ জন হোম কোয়ারেন্টাইনে

করোনাভাইরাস প্রাদুর্ভাব রুখতে চট্টগ্রামে বিদেশফেরত আরও ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট ১০২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় এই ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ফজলে রাব্বি মিয়া।

এর আগে চট্টগ্রামে মঙ্গলবার হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৬০ জনকে। এরা সবাই ছিলেন ওমরাফেরত যাত্রী।

ফজলে রাব্বি মিয়া বলেন,‘গতকাল বুধবার চট্টগ্রামে ১১ জন প্রবাসী এসেছেন। এরা সবাই যুক্তরাষ্ট্র, আরব আমিরাত এবং ইতালিফেরত যাত্রী। যেহেতু তারা করোনাদুর্গত দেশ থেকে ফিরেছেন তাই তাদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Advertisement

চট্টগ্রামে সবচেয়ে ইতালিফেরত প্রবাসী বেশি। সে কারণে চট্টগ্রামকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে বলে জানান তিনি।

আবু আজাদ/এমএফ/এমকেএইচ