করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাজ্যের সব স্কুল-কলেজ আগামী শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
Advertisement
বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এ ঘোষণা দেন।
এছাড়া আগামী মে ও জুন মাসে অনুষ্ঠিতব্য নির্ধারিত পরীক্ষাগুলোও স্থগিত বলে তিনি ঘোষণা দেন। এর আগে ওয়েলস এবং স্কটল্যান্ড তাদের স্কুলগুলোকে আগামী শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করেছিল।
এদিকে মরণঘাতী করোনাভাইরাস দিনের পর দিন যুক্তরাজ্যে মহামারি আকার ধারণ করছে। বুধবার নতুন করে আরও ৬৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
Advertisement
সব মিলিয়ে যুক্তরাজ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬২৬ জন এবং মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০৪ জন।
যুক্তরাজ্যে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৫৬ হাজার ২২১ জনকে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন।
বিএ
Advertisement