নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা বাড়ছেই। ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৮ জন। হোম কোয়ারোন্টাইন থেকে স্বাভাবিক জীবনযাপন করছেন ১৭ জন। তবে সম্প্রতি প্রবাস থেকে ফিরেছেন ৫ হাজার ৩৯ জন
Advertisement
বুধবার (১৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, গত ১ হতে ১৪ মার্চ পর্যন্ত নারায়ণগঞ্জে বিদেশ থেকে ফিরেছেন ৫ হাজার ৩৯ জন। তারা নারায়ণগঞ্জের পাঁচ উপজেলার বাসিন্দা। কিন্তু তাদের মধ্যে বুধবার সকাল ৮টা পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ৩৮ জন। আর ১৭ জন স্বাভাবিক জীবনে চলে গেছেন। শুরু থেকেই তালিকাটি হাতে পেলে আমাদের জন্য উপকার হতো।
তিনি আরও বলেন, ইতোমধ্যে উপজেলার মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে। তাদেরকে বলা হয়েছে বিদেশফেরত লোকজনদের চিহ্নিত করতে। সেই সঙ্গে তারা যেন হোম কোয়ারেন্টাইনে থাকে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
Advertisement
শাহাদাত হোসেন/আরএআর/এমএস