দেশজুড়ে

রংপুরে ডিসির সঙ্গে জাপানি প্রতিনিধিদলের বৈঠক : তাজা বুলেট উদ্ধার

রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত কুনিও হোসির মরদেহ হস্তান্তর ও হত্যাকাণ্ড বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছে জাপান দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল। রোববার দুপুর পৌনে ১টার দিকে রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সঙ্গে তার কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। বৈঠকে নিহত জাপানি নাগরিকের লাশ হস্তান্তর ও মামলার অগ্রগতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছে প্রতিনিধিদলটি। তবে এ ব্যাপারে জাপানি প্রতিনিধিদলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। বৈঠক শেষে প্রতিনিধিদলের নিরাপত্তার দায়িত্বে থাকা রংপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক কোনো মন্তব্য করতে রাজী না হয়ে এটা সৌজন্য সাক্ষাতকার ছিল বলে জানিয়েছেন। অপরদিকে, জেলা প্রশাসক রাহাত আনোয়ার সাংবাদিকদের জাপানি দলের দেখা করার বিষয় সম্পর্কে বলেন, তারা মূলত তার সঙ্গে দেখা করে জেলা প্রশাসক হিসেবে তার সহায়তা কামনা করেছেন। এতে তিনি জাপানি প্রতিনিধিদলকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান।এর আগে কড়া পুলিশি পাহাড়ায় জাপান দূতাবাসের কর্মকর্তারা রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এদিকে, কুনিও হোসি হত্যাকাণ্ডের ৯ দিন পর রোববার দুপুর আড়াইটার দিকে কাউনিয়ার কাচু আলুটারী ঘটনাস্থল থেকে একটি তাজা বুলেট উদ্ধার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) মামুন-অর রশীদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।এছাড়াও এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত হুমায়ুন কবীর হীরার খালাতো ভাই পাবনা থেকে আটক সুইটকে জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী ও কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।জিতু কবীর/এমএএস/আরআইপি

Advertisement