বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিজ বাসায় থেকে কাজ করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Advertisement
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসে (কোভিড-১৯) উদ্ভূত সামগ্রিক বিষয়াবলি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ দাফতরিক ও বিভিন্ন জরুরি সেবামূলক কাজে সীমিতসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ব্যতিরেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিজ বাড়ি/বাসায় অবস্থান করে কাজ করার অনুমতি প্রদান করা হয়েছে। তবে যেকোনো বিশেষ প্রয়োজন সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গ কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করবেন।
জরুরি প্রয়োজন ব্যতীত বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Advertisement
আল-সাদী ভূঁইয়া/এসআর/এমকেএইচ