ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির হয়তো ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না। নিউজিল্যান্ড সফরে রীতিমত ব্যর্থ ছিলেন ভারতীয় অধিনায়ক। এমন সময়েও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসের প্রশংসায় ভাসলেন তিনি।
Advertisement
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে বিশ্বসেরা হিসেবে স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করছেন না রোডস। তার মতে, কোহলিই এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে ‘পাওয়ারফুল’ খেলোয়াড়।
শুধু কোহলিই নন, ভারতের আরও দুজন ক্রিকেটারকে পছন্দ করেন রোডস। তার একজন হলেন পেসার জাসপ্রিত বুমরাহ। বুমরাহর সঙ্গে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই প্রোটিয়া ক্রিকেটারের। তার পছন্দের তৃতীয় ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না, যাকে অনেকবারই বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার বলেছেন রোডস।
রোডস বলেন, ‘আমার মনে হয়, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাবান খেলোয়াড় বিরাট কোহলি। পারফরম্যান্স এবং সব মিলিয়ে সে ভীষণ ধারাবাহিক। আমি বুমরাহ আর সুরেশ রায়নার পারফরম্যান্সও উপভোগ করি। পুরো ভারতীয় দলেই দারুণ কিছু প্রতিভা আছে।’
Advertisement
এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রোডস। সেখানে কাজ করতে মুখিয়েই আছেন প্রোটিয়া দলের সাবেক এই ক্রিকেটার।
পাঞ্জাবের কোচিং স্টাফে যোগ দিতে রাজি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিংস ইলেভেন পাঞ্জাবে কাজ করার কথা বলিনি, তারাই আমার সঙ্গে যোগাযোগ করে। যেহেতু অনিল কুম্বলে সেখানকার দায়িত্বে আছেন, আমি খুশি মনেই ‘হ্যাঁ’ বলে দিয়েছি।’
এমএমআর/এমএস
Advertisement