‘করোনাভাইরাস প্রতিরোধে সকল প্রস্তুতি আছে’— এমন ভাঙা রেকর্ড আর শুনতে চায় না জাতি। করোনার মতো মহাবিপর্যয় মোকাবিলায় কার্যকর ও দৃশ্যমান সরকারি পদক্ষেপ জাতি দেখতে চায়।
Advertisement
বুধবার (১৮ মার্চ) করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতনের অংশ হিসাবে রাজধানীর প্রেস ক্লাব, তোপখানা রোড, নয়াপল্টন, বিজয়নগর, পুরান পল্টনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকে প্রচারপত্র বিতরণ করা হয়। ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া এ সময় এমন মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের পাশাপশি করোনাভাইরাসের বিষয়ে জনগণকেও সচেতন থাকতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
‘এটা দুর্ভাগ্যজনক যে, এখনও আমরা গুজবে বিভ্রান্ত হচ্ছি এবং ফেসবুকে নানাবিধ অপপ্রচার করা হচ্ছে। আসলে করোনা এখন বিশ্বমহামারি। কিন্তু আমরা দেখছি, বিভিন্ন মানুষ করোনাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। এগুলো না করে উচিত হবে ঐক্যবদ্ধভাবে মানুষকে কীভাবে রক্ষা করা যায় সেজন্য সবাইকে এগিয়ে আসা।’
ন্যাপ মহাসচিব আরও বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস আগ্রাসী রূপে ছড়িয়ে পড়েছে। আতঙ্ক সৃষ্টি হয়েছে সারাবিশ্বে। উন্নত বিশ্ব করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারা বিভিন্ন এলাকা, শহর ও রাষ্ট্র বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে আইসোলেশন করা কঠিন হয়ে যাবে। তাই, সচেতনার বিকল্প নেই। সাধারণ মানুষ যদি করোনাভাইরাসের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ সম্বন্ধে সচেতন হয়, তাহলেই করোনা মোকাবিলা অনেকটা সহজ হবে।
Advertisement
এ সময় আরও উপস্থিত ছিলেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূইয়া, মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, নারীনেত্রী মির্জা শেলী প্রমুখ।
কেএইচ/এমএআর/এমকেএইচ