ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে করোনা ঝুঁকি মোকাবিলায় সার্ক রাষ্ট্রপ্রধানদের ‘টেলি কনফারেন্সকে’ ইতিবাচক অভিহিত করে স্বাগত জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
Advertisement
তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর ‘করোনা ভাইরাস’ মোকাবিলায় বিশেষ তহবিল গঠনের যে প্রস্তাব দিয়েছেন সেটা সময়োচিত ও প্রসংশার দাবিদার। এ আন্দোলনের মাধ্যমে শুধু ‘করোনা ভাইরাস’ নয়, সার্কভুক্ত দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের যে ছেদ পড়েছিল তারও অবসান হয়েছে বলে তারা আশা প্রকাশ করেন।
করোনা ভাইরাসের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকটের অশনি সংকেত দেখা দেয়ার সম্ভবনা তৈরি হয়েছে তা মোকাবিলায় সার্ক কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন। পার্টির নেতা কামরুল আহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এফএইচএস/এএইচ/এমকেএইচ
Advertisement