জাতীয়

করোনা ঠেকাতে চট্টগ্রামে মেয়রের নেতৃত্বে বিশেষ কমিটি

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ চট্টগ্রামে ঠেকাতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়রকে প্রধান করে ১০ সদস্যদের এ কমিটিতে আছেন- জেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা।

Advertisement

বুধবার (১৮ মার্চ) সিটি করপোরেশন মিলনায়তনে কমিটির প্রথম সভায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সার্বক্ষণিক কাজ করে যাবে এ কমিটি।

সভায় জানানো হয়, চট্টগ্রামের চারটি হাসপাতালে বিশেষ ইউনিট চালু, উপজেলা পর্যায়ে সব স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থা গ্রহণ, বিদেশফেরতদের সঠিক কোয়ারেন্টাইনে রাখা এবং চিকিৎসকরা যাতে প্রস্তুত থাকে সে বিষয়সহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রামে ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সভায় জানানো হয়।

এ দিকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার।

Advertisement

বুধবার নগরের নিউ মার্কেট, জহুর হকার মার্কেট, রিয়াজ উদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইনসহ বিভিন্ন এলাকায় সচেতনামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ। বাংলাদেশে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৪ জন।

আবু আজাদ/এফআর/এমকেএইচ

Advertisement