জাতীয়

করোনা : সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, বাড়তি সতর্কতা

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। একান্ত অপরিহার্য না হলে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পাস ইস্যু না করার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Advertisement

এছাড়া সচিবালয়ে প্রবেশের আগে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। কারও তাপমাত্রা ১০০ ডিগ্রির বেশি হলে তাকে সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

সচিবালয় ঘুরে দেখা গেছে, এখানে কর্মরত মন্ত্রী, সচিব থেকে শুরু করে কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই মাস্ক ব্যবহার করছেন। অফিসে এসেই বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে জীবণুমুক্ত রাখছেন।

সম্প্রতি ‘বাংলাদেশ সচিবালয় দৈনিক দর্শনার্থী পাস ইস্যু সংক্রান্ত’ একটি চিঠি সচিবালয়ের সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে পাঠানো হয়।

Advertisement

সেখানে বলা হয়, বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সর্তকতা হিসেবে এবং সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে একান্ত অপরিহার্য না হলে সচিবালয় দর্শনার্থী পাস ইস্যু না করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো।

বুধবার (১৮ মার্চ) সচিবালয়ের এক ও দুই নম্বর গেটের মাঝখানে দর্শনার্থী প্রবেশের কক্ষটিতে গিয়ে দেখা গেছে, সেখানে টেবিল পেতে তাপমাত্রা মাপার দুটি যন্ত্র নিয়ে বসে আছেন সচিবালয় ক্লিনিকের দু’জন নার্স।

তারা জানিয়েছেন, একজন ডাক্তারের নেতৃত্বে চারজনের একটি টিম এখানে কাজ করছে। তাদের সঙ্গে একজন স্যানিটারি ইন্সপেক্টরও রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য তাদের সহযোগিতা করছেন।

গত রোববার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটা চলবে বলে দায়িত্বরত নার্সরা জানিয়েছেন।

Advertisement

তারা আরও জানান, কারও শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তাকে সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হবে না। তবে এখন পর্যন্ত এই তাপমাত্রার কাউকে পাওয়া যায়নি বলে জানান তারা।

সচিবালয়ে দায়িত্বপালনকারী নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘করোনা আতঙ্কে দর্শনার্থীরাই এখন কম আসছেন। এছাড়া মন্ত্রণালয়গুলোকে পাস ইস্যু করতে নিরুৎসাহিত করা হচ্ছে।’

তিনি আরও জানান, অন্যান্য সময়ে দৈনিক দর্শনার্থীদের সংখ্যা গড়ে এক হাজার ৫০০ থাকলেও এখন তা এক হাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। গত ৩ মার্চ এক হাজার ৫২৫ জন দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করেছে। গত ১৫ তারিখে দর্শনার্থী ছিল এক হাজার ১৭৯ জন। আজকে দর্শনার্থী এক হাজারও হবে না।

সচিবালয়ের যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিবরা প্রতিদিন ৫টি করে পাস ইস্যু করতে পারেন। এছাড়া মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবরাও পাস ইস্যু করতে পারেন।

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মাস্ক পরে অফিসে এসেছেন। তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মচারীকে জীবাণুনাশক দিয়ে বিভিন্ন কক্ষের দরজার হ্যান্ডেল পরিষ্কার করতে দেখা গেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ। বাংলাদেশে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৪ জন।

আরএমএম/এফআর/এমকেএইচ