করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে চীন থেকে এক মেডিকেল শিক্ষার্থী সাতক্ষীরার তালা সদরের বাড়িতে এসেছেন বলে গুজব ছড়িয়েছে গ্রামবাসী। পরে ওই শিক্ষার্থীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
Advertisement
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে তালার স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, চীনফেরত ওই শিক্ষার্থীর শরীরে করোনার উপসর্গ যেমন; সর্দি-কাশি-জ্বর রয়েছে। চীনফেরত শিক্ষার্থী (২৫) তালা সদর ইউনিয়নের বাসিন্দা। তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে গত ১২ মার্চ সকাল ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সাতক্ষীরায় পৌঁছান ওই শিক্ষার্থী। গত কয়েকদিন সুস্থ থাকলেও হঠাৎ অসুস্থ হয় ওই শিক্ষার্থী।
তালা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সরদার বলেন, চীনের একটি মেডিকেলে পড়েন ওই ব্যক্তি। কয়েকদিন আগে চীন থেকে বাড়িতে আসেন তিনি। করোনার উপসর্গ যেমন; সর্দি-কাশি-জ্বর রয়েছে তার। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
Advertisement
তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। বাড়ি থেকে বের হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তবে ওই শিক্ষার্থীর বাবার দাবি, তার সন্তান সম্পূর্ণ সুস্থ রয়েছে। জ্বর-সর্দি-কাশি কিছুই নেই তার সন্তানের। গ্রামের মানুষ করোনায় আক্রান্ত বলে গুজব রটিয়ে দিয়েছেন। এজন্য তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন বলেন, ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বাড়ি থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এএম/এমএস
Advertisement