আন্তর্জাতিক

মার্কিন সাংবাদিকদের বহিষ্কার করল চীন

যুক্তরাষ্ট্রে নিজেদের সংবাদপত্রে নিষেধাজ্ঞার বদলায় তিন মার্কিন সংবাদপত্রের সাংবাদিকদের দেশ থেকে বহিষ্কার করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের আগামী ১০ দিনের মধ্যে মিডিয়া পাস ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় বহিষ্কৃক ওই তিন সাংবাদিক চীনে কীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতো তার তথ্যও চেয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রে চীনা গণমাধ্যম সংস্থার বিরুদ্ধে আরোপিত অন্যায্য বিধিনিষেধের প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ বলে জানিয়েছে তারা।

চীনের এই নিষেধাজ্ঞার কারণে মার্কিন ওই তিন সংবাদপত্রের সাংবাদিক দেশটির আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং এবং ম্যাকাউয়েও কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না—চীনের মূল ভূখন্ডের চেয়ে ওই দুই অঞ্চলে গণমাধ্যমের স্বাধীনতা বেশি বলে জানিয়েছে বিবিসি।

চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে চীনের যেসব নাগরিক সাংবাদিক হিসেবে কাজ করে তাদের ওপর বিধিনিষেধ আরোপ করে। সর্বশেষ এই চীনা পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনাতা প্রশ্নে ‘ইটের বদলে পাটকেল’ এর মতো। এর আগেও চীন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিককে বহিষ্কার করে।

Advertisement

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে, ‘চীনের গণমাধ্যমগুলোকে লক্ষ্য করে সম্প্রতি যুক্তরাষ্ট্র যা করেছে তা মানসিক এবং মতাদর্শগত পক্ষপাতের কারণে এক স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন পদক্ষেপকে দুঃখজনক বলে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

এসএ/জেআইএম