প্রবাস

অস্ট্রিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ায় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী জুন মাসে মোট ছয় দলের অংশগ্রহণে দেশটিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ মার্চ) এ টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়। বাংলাদেশ দূতাবাস ভিয়েনা এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

Advertisement

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার দূতাবাস প্রাঙ্গণে জার্সি উন্মোচন করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স রাহাত বিন জামান, দূতাবাস প্রধান তারাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, হাফিজুর রহমান নাসিম, রুহি দাস সাহা প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। মুজিববর্ষে ভিয়েনার বাংলাদেশ দূতাবাস বছরব্যাপী বেশকিছু অনুষ্ঠান কর্মসূচি পালন করবে। এর মধ্যে জুন মাসে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট।

এমএফ/জেআইএম

Advertisement