ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে সেনাবাহিনীর কোনো সদস্যের করোনায় আক্রান্তের এটাই প্রথম ঘটনা।
Advertisement
৩৪ বছর বয়সী ওই সেনা লাদাখের লেহ এলাকায় কর্মরত ছিলেন। তাকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ওই সেনা সদস্যের বাবা ইরান থেকে দেশে ফিরেছেন। তার বাবা দেশে ফেরার পর তিনিও ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন।
গত ২ মার্চ তিনি ছুটি শেষে কাজে ফেরেন। এর আগে তার বাবাকে গত ২৯ ফেব্রুয়ারি করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়। গত ৬ মার্চ তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।
বাবা করোনায় আক্রান্তের একদিন পরেই ওই সেনা সদস্যকেও করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়। গত সোমবার তার করোনার পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।
Advertisement
ওই সেনা সদস্যের বোন, স্ত্রী এবং দুই সন্তানকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরদিকে, করোনার লক্ষণ দেখা দেয়ায় পুনেতে আরও এক সেনা সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে ওই সেনা সদস্যকে এখনও পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।
এখন পর্যন্ত ভারতে ১৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন। এছাড়া এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ জন।
টিটিএন/জেআইএম
Advertisement