বাংলা, ইংরেজি ও হিজরি’র মতো ‘মুজিববর্ষ ‘ নামে নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার চালু হয়েছে ১৭ মার্চ থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের দিন থেকে এই ক্যালেন্ডারের যাত্রা।
Advertisement
গত সোমবার বিকেলে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন এই ক্যালেন্ডার উদ্বোধন করেন শ্রম সচিব কে এম আলী আজম।
‘মুজিববর্ষ’ ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুযায়ী বছরের প্রথমদিন হচ্ছে ১৭ মার্চ। আর ১৭ মার্চ থেকে এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত প্রথম মাসের নাম হবে ‘স্বাধীনতা’। এভাবে ক্রমানুযায়ী দ্বিতীয় মাসের নাম শপথ, তৃতীয় মাসের নাম বেতারযুদ্ধ, চতুর্থ মাসের নাম যুদ্ধ, পঞ্চম মাসের নাম শোক, ষষ্ঠ মাসের নাম কৌশলযুদ্ধ, সপ্তম মাসের আকাশ যুদ্ধ, অষ্টম মাসের নাম জেলহত্যা, নবম মাসের নাম বিজয়, দশম মাসের নাম ফিরে আসা, ১১ তম মাসের নাম নবযাত্রা ও ১২তম মাসের নাম রাখা হয়েছে ভাষা।
এই ক্যালেন্ডারের বিশেষ বৈশিষ্ট হলো ‘মুজিব বর্ষ’র তারিখের পাশাপাশি বাংলা, ইংরেজি ও হিজরির তারিখও এতে থাকছে। থাকছে বিশেষ মাস ও তারিখের ঐতিহাসিক তথ্য।
Advertisement
জেএইচ/জেআইএম