করোনাভাইরাসের কারণে এবার সারা দেশে নাট্য প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
Advertisement
মঙ্গলবার (১৭ মার্চ) গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সব অনুষ্ঠান বন্ধ থাকবে।
এ দিকে আগামীকাল বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজধানীর জাতীয় নাট্যশালাসহ শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
Advertisement
উল্লেখ্য, চীনের হুবেই থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৬৮টি দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এ ভাইরাসে ১ লাখ ৮৯ হাজার ৭৬১ জন আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে প্রাণ গেছে ৭ হাজার ৫২১ জনের।
এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত ১০ জন আক্রান্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সীমিত করা হয়েছে মুজিববর্ষের অনুষ্ঠান। একইসঙ্গে সভা-সমাবেশ ও বড় ধরনের গণজমায়েত পরিহার করে চলার পরামর্শও দেয়া হয়েছে।
এফআর/এমকেএইচ
Advertisement