দেশজুড়ে

কুমিল্লায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা

কুমিল্লায় চাঁদা না দেয়ায় সশস্ত্র হামলা চালিয়ে নুরে আলম সরকার নামে এক ব্যবসায়ীকে গুরুতর আহত করে অর্ধ-লক্ষাধিক টাকা লুটে নিয়েছে সন্ত্রাসীরা। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ব্যবসায়ী ও তার পরিবার। মামলাটি প্রত্যাহারের জন্য ওই ব্যবসায়ী ও পরিবারের লোকজনকে এলাকাছাড়া করার হুমকি দিয়ে যাচ্ছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। রোববার দুপুরে নগরীর টমছম ব্রিজ এলাকায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরে আলম সরকার ও তার পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।মামলার অভিযোগে জানা যায়, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা গ্রামের মৃত ফরিদ উদ্দিন সরকারের ছেলে ও ষাইটশালা বাজারের হাজী মার্কেটের রড-সিমেন্ট ব্যবসায়ী নুরে আলম সরকারের নিকট স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ওই চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত ২৪ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার উপর সশস্ত্র হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তার মাথায়, হাতে ও পায়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ও বাম হাত ভেঙে ফেলে এবং তার সঙ্গে থাকা ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ব্যবসায়ী নুরে আলম সরকার বাদী হয়ে গত বৃহস্পতিবার ১০ জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল ফরহাদ ভূঁইয়া, বাছির আলম সরকার, খোরশেদ আলম সরকার, কাউছার আলম সরকার, মনির উদ্দিন আখন্দ, ইরফানুর রশিদ, এরশাদ কবির আখন্দ, আল আমিন আখন্দ, আবদুস সোবহান আখন্দ, তোফায়েল আলম আখন্দ ও শাহীন মেম্বার প্রমুখ। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। কামাল উদ্দিন/এসএস/পিআর

Advertisement