ইউরোপে ইতিমধ্যেই সব ধরনের খেলাধুলা প্রায় বন্ধ হওয়ার পথে। ইতালি, স্পেনে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডসহ ইউরোপের প্রায় প্রতিটি দেশই এখন করোনায় অবরূদ্ধ। স্পেনে একজন ফুটবল কোচের মৃত্যু হয়েছে করোনার কারণে। আক্রান্ত অনেক ফুটবলার।
Advertisement
এবার ইংল্যান্ড জাতীয় দলের মারকুটে ওপেনার অ্যালেক্স হেলস সেলফ আইসোলেশনে যেতে বাধ্য হয়েছেন করোনা উপসর্গ নিয়েই।
পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য পাকিস্তানে ছিলেন হেলস। করোনা আতঙ্কে একদিন আগেই দেশে ফিরে যান তিনি। এরপর তার মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়ার পর নিজে নিজেই আইসোলেশনে চলে যান হেলস।
তার সেলফ আইসোলেশনের খবর ছড়িয়ে পড়ার পর একটি বিবৃতি দিয়েছেন হেলস। তিনি সেখানে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে নানারকম গুজব আর গুঞ্জনের কারণে আমি এই মুহূর্তে কিছু ব্যাখ্যা দেয়া মনে করছি। অন্য অনেক বিদেশি ক্রিকেটারের মতই আমি দ্রুত পাকিস্তান ত্যাগ করেছি। কারণ, করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে। আমি মনে করেছি, এই সময়টায় হাজার হাজার মাইল দুরে লকডাউনে পড়ে না থেকে পরিবারের পাশে থাকাই উত্তম।’
Advertisement
পরক্ষণে তিনি বলেন, ‘আমি ইউকেতে শনিবার দিনের প্রথম দিকে এসে পৌঁছাই। আসার পর আমি খুব ফিট এবং হেলদি অনুভব করছি। ভাইরাসের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।’
কিন্তু কেন আইসোলেশনে গেলেন তিনি? সে ব্যাখ্যা দিতে গিয়ে হেলস বলেন, ‘কিন্তু রোববার সকালে ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছে আমি জ্বরাক্রান্ত। এ কারণেই সরকারের পরামর্শ মেনে আমি নিজেকে আইসোলেশনে নিয়ে গেলাম। এখনও আমার সুষ্ক কাশি এবং কফ রয়েছে। এই পরিস্থিতিতে এখনও পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন মনে করছি না। আমি আশা করছি খুব দ্রুতই এই অবস্থা শেষ হবে। না হয়, অবশ্যই আমি চেকআপ করাবো শারীরিক সম্পর্কে জানার জন্য।’
আইএইচএস/এমকেএইচ
Advertisement