পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডি ভিলিয়ার্সের শতকে দ. আফ্রিকার দেওয়া ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিক ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ ওভার শেষে বিনা উইকেটে ১৮ রান। রোববার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স। ব্যাট করতে নেমে দলীয় ৪৫ রানে ব্যক্তিগত ২৯ রান করে আউট হন উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইনটন ডি কক। আমলার সঙ্গে এ উদ্বোধনী জুটি ভাঙেন অশ্বিন। দলীয় ১০৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ব্যক্তিগত ৩৭ রান করে মিশ্রার বলে বোল্ড হন টেস্ট অধিনায়ক হাশিম আমলা।এরপর টি-টোয়েন্টি অধিনায়ক ডু প্লেসিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন এবি। তাদের জুটিতে আসে ৪৮ রান। ডু প্লেসি ৬২ রান করে যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন আউট হলেও ডি ভিলিয়ার্স তুলে নেন ক্যারিয়ারের একুশতম সেঞ্চুরি। ১০৪ রানের ইনিংসে ভিলিয়ার্স চার মারেন ৫টি এবং ছয় মারেন ৬টি। এছাড়া বেহারদিন ৩৫ রান করে অপরাজিত থাকেন।এমআর/এমএস
Advertisement