খেলাধুলা

করোনা আক্রান্ত টোকিও অলিম্পিকের এক শীর্ষ কর্তা

টোকিও অলিম্পিক কি আয়োজন করা হবে নাকি স্থগিত ঘোষণা করা হবে, তা নিয়ে চলছে তুমুল বিতর্ক। জ্বল্পনা-কল্পনা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বলছে, তারা অলিম্পিক আয়োজন করবেই। অন্যদিকে সারাবিশ্ব থেকে দাবি উঠছে, অলিম্পিক স্থগিত ঘোষণা করা হোক।

Advertisement

এরই মধ্যে নতুন খবর, টোকিও অলিম্পিক আয়োজক কমিটির দ্বিতীয় শীর্ষ ব্যক্তি, উপ-প্রধান (ডেপুটি চিফ) আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ৬২ বছর বয়সী কোজো তাশিমা করোনায় আক্রান্ত হওয়ার খবরে টোকিও অলিম্পিক পড়ে গেছে আরও বড় এক অনিশ্চয়তার মুখে।

কোজো তাশিমা শুধু অলিম্পিক আয়োজক কমিটির উপ-প্রধানই নন, তিনি জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও বটে। আজ করোনা টেস্ট করার পর তার সেই টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। তিনি নিজেই জানিয়েছেন এই তথ্য।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোজো তাসিমা বলেন, ‘আজ আমার করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে।’ তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন দেশে সফররত অবস্থায় ছিলেন তিনি। আয়ারল্যান্ডের বেলফাস্টে তিনি অংশ নেন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সভায়। ২ মার্চ থেকে আমস্টারডামে সফর করেন উয়েফার এক বৈঠকে যোগ দিতে। এরপর তিনি চলে যান আমেরিকায়ও।

Advertisement

কোজো তাশিমা বলেন, ‘মার্চের শুরুতে আমস্টারডামে যখন ছিলাম আমি, তখন ইউরোপে করোনা আতঙ্ক এতটা চেপে বসেনি, এখন যতটা ছড়িয়েছে। তখনও সবাই একে অপরের সঙ্গে কোলাকোলি করতো, হ্যান্ডশেক করতো এবং একে অপরকে চুমুও খেতো।

ওই সময়ই করোনা ভাইরাস তার মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন কোজো তাশিমা।

আইএইচএস/এমএস

Advertisement