আন্তর্জাতিক

করোনায় ইরানে একদিনে ১৩৫ মৃত্যু, মোট ৯৮৮

করোনায় ইরানে একদিনে ১৩৫ মৃত্যু, মোট ৯৮৮

নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। দেশটিতে এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৮৮ জনে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

Advertisement

উৎপত্তিস্থল চীন এবং ইউরোপের দেশ ইতালির পর করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হলো ইরানে। দেশটিতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬৯। গত একদিনে নতুন করে ইরানে ১ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৮৯ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানাউশ জাহানপুর আজ মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশের ৫৬টি ল্যাবরেটরিতে করোনা আক্রান্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী ৭ হাজার ৪৭১ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৮৬ হাজার ৬৭৬। অপরদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৩৩৮ জন।

Advertisement

এসএ/এমএস