দেশজুড়ে

হজ ক্যাম্প থেকে পালানো ইতালিফেরত যুবক পরিবারসহ অবরুদ্ধ

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে পালানো ইতালিফেরত সেই যুবকসহ তার পরিবারকে বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এলাকার লোকজন তাদের বাড়ির সামনে অবরুদ্ধ করে রাখে।

Advertisement

ওই এলাকার কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি থেকে ওই যুবক দেশে ফেরার পর তাকে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে আসেন। খবর পেয়ে সকালে এলাকার লোকজন তাদের বাড়ির সামনে ভিড় করে এবং এলাকা ছাড়তে বলে।

তিনি বলেন, বাইরে থেকে ওই যুবক ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের জানিয়েছি আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি। ওই পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইতালিফেরত ওই যুবকের বাবা বলেন, আমার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। আমাদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন অফিসে জানিয়েছি।

Advertisement

বগুড়ার সিভিল সার্জন ডা. গউসুল আযম বলেন, উত্তর চেলোপাড়ায় আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরএআর/এমকেএইচ