দেশজুড়ে

মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধা তালিকা থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দেয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই। সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা ভিত্তিক যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। বাছাইয়ের সময় হ্যাঁ, না এবং দ্বিমত এই তিন ক্যাটাগরিতে তালিকাভূক্ত করা হবে। দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা বাসস্থান তৈরি করে পূনর্বাসন করা হবে। সারাদেশে সকল মুক্তিযোদ্ধাদের জন্য সতন্ত্র ডিজাইনে কবর পাকা করা হবে। যাতে দেখলেই বোঝা যাই এটি মুক্তিযোদ্ধার কবর। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের উপর লেখা বই ১০০ নম্বরের ভিত্তিতে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে। যাতে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধা, রাজাকার, আলবদরদের ভূমিকা জেনে দেশের প্রতি মমত্ববোধ জেগে ওঠে। রোববার সকালে মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শেষে তিনি আরও বলেন, বাংলাদেশ রক্তের বিনিময়ে অর্জিত দেশ। তাই আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না এবং কারো তোয়াক্কাও করি না। আমরা সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দড়িতে ঝোলাবো।জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হোসেন। সকাল দশটার দিকে মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রী ভবনের ফলক উন্মোচন শেষে ভবন প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন। পরে নতুন ভবনের কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। টিটু/এমএএস/পিআর

Advertisement