করোনাভাইরাস প্রতিরোধে প্রতি মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস জোগাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘শেখ হাসিনার মতো এমন একজন নেত্রী পেয়েছি বলেই আজ আমরা করোনাকে প্রতিরোধ করতে পারছি। তিনি আমাদের সাহস জোগাচ্ছেন এবং করোনা নিয়ে প্রতিটি ক্ষণে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে সহযোগিতা করছেন।'
Advertisement
মঙ্গলবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অসহায়, এতিম, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য, বস্ত্র ও করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিমপুর এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এবং সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বিএনপি এখনও ভুলের রাজনীতি করছে। করোনা নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে বিএনপি। সারা বিশ্বের মানুষ জাতির জনককে শ্রদ্ধা করে। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক, বিএনপি-জামায়াত জাতির জনককে শ্রদ্ধা করতে পারল না।’
Advertisement
তিনি বলেন, ‘আজকের দিনটি বাঙালির জাতির জন্য অত্যন্ত গৌরবের দিন। শুধু বাঙালি জাতি নয়, সারা বিশ্বের জনগণ আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছে। যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো, তাহলে আজ আমরা আজিমপুরে অনুষ্ঠান যে করছেন এ অনুষ্ঠান করতে পারতাম না। করোনা নিয়ে আমাদের ডাক্তার এবং নার্সরা প্রতি মুহূর্তে লড়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এমন একজন নেত্রী পেয়েছি বলেই আজ আমরা করোনাকে প্রতিরোধ করতে পারছি।
নাসিম বলেন, ‘আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে না। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ রাজনীতি করে। বাংলাদেশের যেখানেই কোনো দুর্যোগ নেমে আসে, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুটে গিয়ে জনতার পাশে দাঁড়ায়।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট আফজাল হোসেন এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আক্তার জাহান, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, হাজী মোহাম্মদ সেলিম, প্রকৌশলী মোজাফফর হোসেন ও ঢাকা দক্ষিণ আওয়ামীগের সাবেক প্রচার সম্পাদক আকতার হোসেন।
Advertisement
এফএইচএস/এফআর/এমকেএইচ