দেশজুড়ে

বাজারে ঘোরাঘুরি করায় সৌদি প্রবাসীকে জরিমানা

শরীয়তপুরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে ঘোরাঘুরি করার দায়ে এক সৌদি প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে সদর উপজেলার কানার বাজার এলাকায় তাকে ঘুরতে দেখে জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ।

Advertisement

ওই প্রবাসী সদর উপজেলার পালং ইউনিয়নের গঙ্গাদারপট্টি গ্রামের বাসিন্দা।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ জানান, যারা সম্প্রতি বিদেশ থেকে এসেছেন তাদের সরকারি নির্দেশে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কিন্তু ১৪ দিন শেষ না হতেই ওই ব্যক্তি বন্ধুদের সঙ্গে পালং ও কানার বাজারে ঘোরাঘুরি করছিলেন। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে নজরদারীতে রাখা হয়েছে, ১৪ দিন যেন হোম কোয়ারেন্টাইনে থাকেন।

এ সময় পালং মডেল থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলামসহ পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

Advertisement

ছগির হোসেন/এফএ/জেআইএম