আন্তর্জাতিক

ন্যাটো গাড়িবহরে আত্মঘাতী হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর একটি গাড়িবহরকে লক্ষ্য করে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালের এ হামলায় বেশ কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। খবর আলজাজিরার।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকালের দিকে কাবুলের জুই ই শির জেলায় একটি বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকার একটি ব্যস্ত সড়কে ন্যাটোর গাড়িবহরে এক আত্মঘাতী হামলাকারী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।তবে, এ ঘটনায় ন্যাটোর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। সন্ত্রাসী গোষ্ঠী তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে বলে আল জাজিরা জানিয়েছে। চলতি সপ্তাহে কাবুলে তালেবান দ্বিতীয়বারের মতো এ হামলা চালিয়েছে।গত মাসে তালেবান বিদ্রোহীরা কুন্দুজের দখল নিয়ে সরকারি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। কুন্দুজের দখল নিতে মরিয়া তালেবানের হামলায় সরকারি বাহিনী কয়েক দফা পিছু হটলেও পরে শহরটির নিয়ন্ত্রণ নেয়। আফগান সেনাদেরকে সহায়তা করছে পশ্চিমা সামরিক ন্যাটো জোট।এসআইএস/পিআর

Advertisement