হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় আরেক প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছেন ইউএনও। তিনি ইরাক থেকে ফিরেছেন। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন আশরাফুল আলম।
Advertisement
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, করোনাভাইরাস সতর্কতায় সরকারের নির্দেশে বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মেনে বাড়ির বাইরে বের হওয়া ব্যক্তিদের প্রথমে সতর্ক করা হয়। তারপরও যারা এই নির্দেশ মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইরাকফেরত ওই ব্যক্তি গত ৬ মার্চ দেশে ফেরেন। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। এ কারণে তাকে অর্থদণ্ড করা হয়।
এরআগে ১৫ মার্চ কোয়ারেন্টাইন ছেড়ে বাইরে যাওয়ায় মানিকগঞ্জে এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
বি.এম খোরশেদ/এফএ/জেআইএম